36 C
আবহাওয়া
৩:৩৭ অপরাহ্ণ - মে ৮, ২০২৫
Bnanews24.com
Home » আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি : আজ পাক-ভারত লড়াই

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি : আজ পাক-ভারত লড়াই

চ্যাম্পিয়ন্স ট্রফি

স্পোর্টস ডেস্ক: আজ রোববার(২৩ ফেব্রুয়ারি) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে পাক-ভারত লড়াই। বাংলাদেশ সময় দুপুর ৩টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। যা দেখতে এখন মুখিয়ে বিশ্বের কোটি ক্রিকেটপ্রেমি।

ওয়ানডে ইতিহাসে সব মিলিয়ে ১৩৫বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান।  এরমধ্যে পাকিস্তানের জয় ৭৩টিতে, ভারতের জয় ৫৭টিতে। বাকি ম্যাচ পরিত্যক্ত হয়।

এদিকে পাকিস্তান-ভারতের মধ্যে সেরা পাঁচ লড়াই ছিল :

১৮ এপ্রিল, ১৯৮৬- শারজাহ :
এশিয়া কাপের ফাইনালে জয়ের জন্য শেষ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল চার রান। শারজাহর মাঠে ম্যাচের শেষ বলে ভারতের চেতন শর্মাকে ছক্কা মেরে পাকিস্তানকে ১ উইকেটের অবিস্মরণীয় জয় এনে দিয়েছিলেন জাভেদ মিয়াঁদাদ।

 

২২ মার্চ, ১৯৮৫- শারজাহ :
চার জাতির টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইমরান খানের আগুন বোলিংয়ের পরও ভারতকে হারানোর সেরা সুযোগ নষ্ট করে পাকিস্তান। ১৪ রানে ৬ উইকেট নিয়ে প্রথমে ব্যাট করা ভারতকে ১২৫ রানে গুটিয়ে দিতে বড় অবদান রাখেন ইমরান। ওয়ানডে ক্যারিয়ারেএটাই সেরা বোলিং ফিগার ইমরানের।

কিন্তু ইমরানের সেরা বোলিং ম্লান হয়ে যায় পাকিস্তান ব্যাটারদের ব্যর্থতায়। ১২৬ রানের টার্গেট স্পর্শ করতে পারেনি পাকিস্তান ব্যাটাররা। ৮৭ রানে গুটিয়ে ম্যাচ হারে পাকিস্তান।

৯ মার্চ, ১৯৯৬- ব্যাঙ্গালুরু :
১৯৯৬ সালে ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টারফাইনালে মুখোমুখি হয়েছিলো পাকিস্তান ও ভারত। ৩৯ রানের জয়ে সেমিফাইনালে উঠে ভারত।

১ মার্চ, ২০০৩- সেঞ্চুরিয়ন:
২০০৩ ওয়ানডে বিশ্বকাপে ৬ উইকেটে জয় পায় ভারত।

১৮ জুন, ২০১৭ – লন্ডন :
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ ফাইনালে মুখোমুখি হয়েছিলো পাকিস্তান ও ভারত। ম্যাচটিতে পাকিস্তানের ওপেনার ফখর জামানের ব্যাটিং তান্ডবে হেরেছিলো ভারত।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ