17 C
আবহাওয়া
৭:১৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, নিহত ১

ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, নিহত ১

দুর্ঘটনা

বিএনএ, চট্টগ্রাম :  সীতাকুণ্ডে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় বাবুল (১৮) নামে ট্রাক চালকের এক  সহকারী নিহত  হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুকলাল হাট শাহজালাল শপিং কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।

বাবুল (১৮) লক্ষ্মীপুর সদরের চরমনষা এলাকার মৃত নুর ইসলামের ছেলে।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।  তিনি জানান, চট্টগ্রামমুখি সবজিবোঝাই মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মিনি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকের সহকারীর মৃত্যু হয়। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ