22 C
আবহাওয়া
৯:২৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » টেকনাফে ১ লাখ ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টেকনাফে ১ লাখ ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ  অভিযান চালিয়ে  ১লাখ ১০হাজার  পিস ইয়াবা বোঝাই টমটম গাড়ীসহ মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম প্রকাশ নুরুকে (৩৫) গ্রেপ্তার করেছে। বুধবার তাকে গ্রেপ্তার করা হয়।

নুরুল ইসলাম প্রকাশ নুরুর পিতার নাম মো. ইউনুছ। তার বাড়ি টেকনাফ সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শীলবুনিয়া পাড়ায়।

বৃহস্পতিবার পুলিশ জানায়, ওই ইয়াবা নিয়ে একটি টমটম নিয়ে পালাচ্ছিলো নুরুল ইসলাম। পুলিশ তার পিছু নিলে শাহপরীর দ্বীপ টু টেকনাফ  পাকা সড়কের উপর থেকে ফসলি জমির ওপর টমটমটি নামিয়ে দেয়। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে পুলিশ সদস্যরা আটক করে। তার স্বীকারোক্তিতে টমটমের চালকের আসনের সামনে থেকে এক লক্ষ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়।

তাকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিএনএনিউজ/ এইচ এম ফরিদুল আলম শাহীন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ