22 C
আবহাওয়া
৯:১৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » খা‌লেদা জিয়ার রাজনী‌তি করা না করা নি‌য়ে কোনো চা‌প নেই: আইনমন্ত্রী

খা‌লেদা জিয়ার রাজনী‌তি করা না করা নি‌য়ে কোনো চা‌প নেই: আইনমন্ত্রী

জেসমিনের মৃত্যুর পর মামলা আইনের অপব্যবহার: আইনমন্ত্রী

বিএনএ: বিএনপি চেয়ারপারসন খা‌লেদা জিয়ার রাজনী‌তিতে স‌ক্রিয় হওয়া না হওয়া নি‌য়ে এই সরকার আর্ন্তজা‌তিক কো‌নো চা‌পে নেই। এ কথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপ‌রে রাজধানীর ইস্কাট‌নে রোহিঙ্গা ইস্যুতে আলোচনায় অংশগ্রহণ শে‌ষে সাংবা‌দিক‌দের এ কথা ব‌লেন তি‌নি। মন্ত্রী ব‌লেন, খা‌লেদা জিয়ার রাজনী‌তি‌তে স‌ক্রিয় হওয়া ন‌ি‌য়ে সরকা‌রের কো‌নো আগ্রহ নেই, এই ক্ষে‌ত্রে সাংবা‌দিক‌দের আগ্রহ বেশী।

আনিসুল হক বলেন, খা‌লেদা জিয়া‌কে সরকার মান‌বিক কার‌ণে মু‌ক্তি দি‌য়ে‌ছেন। তি‌নি অসুস্থ, এর ম‌ধ্যে য‌দি তি‌নি রাজনী‌তি কর‌তে চান সেটা তি‌নি কর‌তে পা‌রেন। সে‌ক্ষে‌ত্রে তি‌নি রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়েও যে‌তে পার‌বেন। এটা তার উপর নির্ভর কর‌বে।

এক প্রশ্নের জবা‌বে আনিসুল হক ব‌লেন, তার রাজনী‌তি নি‌য়ে সরকা‌রের কো‌নো আগ্রহ না থাকলেও এই ক্ষে‌ত্রে সাংবা‌দিক‌দের আগ্রহের কার‌ণে সরকা‌রের পক্ষ থে‌কে কথা বলা হ‌চ্ছে। ত‌বে তি‌নি কো‌নো ধর‌ণের নির্বাচ‌নে অংশ নি‌তে পার‌বেন না।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ