25 C
আবহাওয়া
৭:২৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » প্রভার সংবাদ প্রকাশে নিতে হবে অনুমতি

প্রভার সংবাদ প্রকাশে নিতে হবে অনুমতি

প্রভা

বিনোদন ডেস্ক: ক্যারিয়ার শুরুতেই সাড়া জাগিয়েছিলেন সাদিয়া জাহান প্রভা। বেশ কিছু মানসম্মত কাজের মাধ্যমে ছন্দেই পথ চলছিলেন তিনি। কিন্তু জনপ্রিয়তার পারদ যখন ঊর্ধ্বমুখী, তখন হঠাৎ করে হয় ছন্দপতন। ব্যক্তিজীবনে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় ভীষণ নাকানি-চুবানি খেতে হয় তাকে।

এরপর অনেকটা সময় পর্দার আড়ালে ছিলেন প্রভা। তারপর আবার পর্দায় ফেরেন। কাজ দিয়ে মসৃণ করে তোলেন নিজের ক্যারিয়ার। কিন্তু এখনও তাকে তাড়া করে ফেরে অতীতের সেই ক্ষত। তিনি এজন্য অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সংবাদকর্মীদের। এ অভিনেত্রী মনে করেন সাংবাদিকদের কারণেই এই দশা তার। একারণে সংবাদকর্মীদের উদেশ্যে সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তা দিয়েছেন প্রভা। সেখানে জানিয়েছেন, প্রভার সংবাদ প্রকাশ করতে হলে নিতে হবে অনুমতি। অন্যথায় মামলা করবেন তিনি।

নিজের টিকটক অ্যাকুউন্টে প্রকাশ করা ওই ভিডিওতে প্রভা বলেন, ‘আমি আজ কিছু কথা বলব। কথাগুলো শুধুমাত্র আমার সাংবাদিক ভাইবোনদের জন্য। যারা বিনোদন সাংবাদিক হিসেবে আমাদের কাছে পরিচিত। আমি বিগত দশ বছরের বেশি সময় ধরে আপনাদের মিথ্যা সংবাদ দ্বারা আক্রান্ত। একটা সময় যখন দেখছিলাম এটা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছি না তখন আপনাদের সঙ্গে আমার দূরত্বটা আরও বেড়ে যায়।’

এরপর তিনি বলেন, ‘এখন আপনারা যেটা করেন, যেহেতু আমাকে ফোনে পান না সেহেতু আমি আমার ইনস্টাগ্রামে যদি কোনোকিছু আপলোড করি বা ক্যাপশন দেই আপনারা সেটা নিয়েও নিউজ করেন। আর মিথ্যা নিউজ তো আছেই, মাশাল্লাহ! দেখুন, আমি ভাবতাম যে, আমি বিনোদন জগতে আছি আপনারা আমাকে বোনের মতো আগলে রাখবেন। কেননা আমরা একই পরিবারের। কিন্তু আমি আসলে ভুল ভেবেছি। ভুল জানতাম। কারণ আপনাদের মাথায় এটা আসে না যে এই সেক্টরে আপনাদের বোন কাজ করলে তাকে আগলে রাখতেন। আমাকে আপনারা সেভাবে চিন্তা করতে পারেন না। এটা আমার চিন্তার সীমাবদ্ধতা নাকি আপনাদের সেটা আমি জানি না। কিন্তু মিথ্যা নিউজগুলো না লিখলেই পারতেন।’

এ অভিনেত্রী আরও বলেন, ‘আমি মানসিকভাবে খুবই অসুস্থ। ব্যক্তিগতভাবে আমি আর চাচ্ছি না যে আমার কনসার্ন ছাড়া আপনারা কোনো নিউজ করেন। আমার সাথে যদি আপনাদের ফোনে যোগাযোগ হয়, আমি যদি আপনাদের সম্মতি দেই শুধুমাত্র তখনই আপনারা নিউজটা করতে পারবেন। এছাড়া আমার কনসার্ন ছাড়া আমার সাথে কথা বলা ছাড়া আপনারা আর কখনও আমার নিউজ পাবলিশ করবেন না। অনলাইন কিংবা প্রিন্টিং মিডিয়া যেটাই হোক না কেন কোনটাতেই আপনারা করবেন না। এটা আমার বিনীত অনুরোধ।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ