19 C
আবহাওয়া
১:৫২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বিয়ে করতে যাচ্ছেন রাশ্মিকা মন্দানা!

বিয়ে করতে যাচ্ছেন রাশ্মিকা মন্দানা!

রাশমিকা

বিএনএ বিনোদন ডেস্ক: ‘পুষ্পা’ছবি মুক্তির পর দক্ষিণ ভারতীয় ছবির অভিনেত্রী রাশ্মিকা মন্দানা এখন যুবসমাজের ক্রাশ। ইতিমধ্য়েই ‘পুষ্পা’ ছবিতে তার ‘স্বামী স্বামী’ নাচ নজর কেড়েছে সবার। সেই রশ্মিকাই এবার পেয়ে গেলেন তার স্বামীকে! অনেকেই বলছেন, দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয় দেবারাকোন্ডার সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রাশ্মিকা। তবে সম্প্রতি বিয়ের প্রশ্নে রাশ্মিকা জানিয়েছেন, আমার এখনও বিয়ের বয়স হয়নি। আপাতত ক্যারিয়ারে মন দিতে চাই।

গুঞ্জন যাই থাক, নায়ক বিজয়ের ভক্ত-অনুরাগীও কম নয়। বক্স অফিসে ঝড় তোলা ‘পুষ্পা’ ছবির নায়ক আল্লু অর্জুনের সঙ্গে টক্করও রয়েছে বিজয়ের। অনুরাগীরা মনে করেন, বিজয়ের হাতেই রয়েছে দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ। ‘ডিয়ার কমরেড’, ‘গীত গোবিন্দম’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন রাশ্মিকা ও বিজয়।

বেশ কিছুদিন ধরেই রাশ্মিকা ও বিজয়ের প্রেমের গল্প নিয়ে গুঞ্জন চলছে। দক্ষিণী ছবির সঙ্গে সঙ্গে বিজয়ের চোখ এখন বলিউড। অন্যদিকে রাশ্মিকাকে নিয়েও কাজ করতে চাইছেন বলিউডের বেশ কয়েকজন পরিচালক। আর সেই কারণেই নাকি মুম্বাইয়ে একটি ফ্ল্য়াট কিনেছেন। এই ফ্ল্যাটেই নাকি একসঙ্গে থাকার প্ল্যান রাশ্মিকা ও বিজয়ের। তবে বিয়ে, প্রেম নিয়ে সেভাবে এখনও মুখ খুলতে দেখা যায়নি রাশ্মিকা ও বিজয়কে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ