27 C
আবহাওয়া
৩:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৩, ২০২৪
Bnanews24.com
Home » জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ

জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ


বিএনএ, স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামের বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। সরাসরি ২০২৩ বিশ্বকাপের টিকিট পেতে জয় দিয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বেলা ১১টায়। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস।

বিশ্বকাপের সুপার লিগের অংশ সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সিরিজে আফগানিস্তানকে ক্লিন সুইপ করতে পারলে ৩০ পয়েন্ট পাবে বাংলাদেশ। যেহেতু ঘরের মাঠে খেলা, তাই বাংলাদেশ স্বভাবতই সুবিধাজনক অবস্থানে।

সিরিজে ৩০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে টপকে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাওয়ার হাতছানি বাংলাদেশের সামনে। ২-১ ব্যবধানে সিরিজটি জিতলেও বাংলাদেশ উঠে যাবে শীর্ষে। তাই লম্বা সময় পর হতে যাওয়া সিরিজটি বেশ গুরুত্ববহ বাংলাদেশের কাছে।

আফগান সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টাইগাররা। আইসিসি ওয়ানডে সুপার লিগে বাংলাদেশ এখন পর্যন্ত চারটি সিরিজে ১২টি ম্যাচ খেলে আটটিতে জিতেছে।

জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়েতে দু’টি সিরিজ খেলেছে টাইগাররা। জিম্বাবুয়েকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করলেও, নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচই হারে তারা। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলেও, শ্রীলংকাকে ২-১ ব্যবধানে হারায় টাইগাররা।

বর্তমানে ৮০ পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। বড় দলগুলি এখনও বেশি ম্যাচ না খেলায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকে ৩০ পয়েন্ট ভালো অবস্থানে রাখবে বাংলাদেশকে। এমনকি ১০ পয়েন্ট বা একটি ম্যাচ হারলেও তারা ব্যাকফুটে চলে যাবে।

মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘আমরা জয় দিয়ে শুরু করতে চাই, এটি আমাদের লক্ষ্য। আমরা সব সময়ের মতো তিনটি ম্যাচের কথা ভাবছি না, আমরা ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই।’

এদিকে আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি বলেছেন, ‘প্রতিটি বিভাগ বিবেচনা করে আমাদের একটি ভালো দল আছে। আমি তাদের সম্পর্কে আত্মবিশ্বাসী। আশা করছি, আমরা আমাদের সেরাটা দেব।’

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ