Bnanews24.com
বিনোদন সব খবর

শাপলা মিডিয়ার ১০০ ছবির ঘোষণা

শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল

বিনোদন, রিপোর্ট:  ১০০টি সিনেমা তৈরির উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। ২২ফেব্রুয়ারি সন্ধ্যায় বিএফডিসির ২ নম্বর ফ্লোরে এক আয়োজনে এ ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানের কর্ণধার সেলিম খান।

করোনায় অনেকটা ঘুমিয়ে থাকা চলচ্চিত্র জগত সেলিম খানের ঘোষণায় চাঙ্গা হয়ে উঠছে। ১০০ ছবির সমন্বয়ক হিসেবে যুক্ত আছেন পরিচালক শাহীন সুমন ও অপূর্ব রানা। এ প্রসঙ্গে পরিচালক শাহীন সুমন বলেন, ‘ছবিগুলো পরিচালনা করবেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ১০০ নির্মাতা। এর মধ্যে ৩০টি ছবির গল্প, পরিচালক ও শিল্পী সব প্রস্তুত আছে। চলতি মাস থেকেই এগুলোর শুটিং শুরু হবে।’

তিনি জানান, কোনো দিবসভিত্তিক নয়, টানা লট ধরে ১০টি করে ছবির কাজ চলবে। শুটিং শেষে এগুলো সেন্সরে যাবে। ছাড়পত্র পাওয়ার পর প্রেক্ষাগৃহ, ইউটিউব ও টেলিভিশনে মুক্তি পাবে। জানা যায়, স্বল্প বাজেটের মধ্যে এগুলো তৈরির পরিকল্পনা শাপলা মিডিয়ার। ছবির দৈর্ঘ্য ১২০ মিনিটের মধ্যে থাকছে।

বিএনএনিউজ২৪/আর আর খাঁন