19 C
আবহাওয়া
১০:৫৪ অপরাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » জাতীয় নির্বাচন ডিসেম্বর অথবা জানুয়ারিতে: ইসি মাছউদ

জাতীয় নির্বাচন ডিসেম্বর অথবা জানুয়ারিতে: ইসি মাছউদ


বিএনএ, পটুয়াখালী : চলতি বছরের শেষের দিকে অথবা ২০২৬ সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

ইসি মাছউদ বলেন, কোনোভা‌বেই প্রভাবান্বিত হওয়ার সু‌যোগ নেই। প্রধান উপদেষ্টা ঘো‌ষিত সম‌য়ের ম‌ধ্যে এ নির্বচন অনুষ্ঠিত হ‌বে। ভোটগ্রহণের প‌রি‌বেশ সুন্দরভা‌বে সৃ‌ষ্টি হ‌বে।

স্থানীয় নির্বাচন নয় বরং এখন জাতীয় নির্বাচন নিয়ে কাজ চলছে জানিয়ে ইসি বলেন, দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে কাজ করছেন। তথ্যসংগ্রহকারীদের আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, এতে মানুষ সেবা নিতে পারছে না। এ বিষয়ে সবার সহযোগিতা দরকার।

তিনি বলেন,আমরা জা‌তিকে প্রভাবমুক্ত থেকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। কোনোভাবেই প্রভাবা‌ন্বিত হওয়ার সুযোগ নেই।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ