19 C
আবহাওয়া
৩:৪৫ অপরাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » জুলাই অভ্যুত্থানে সহিংসতা নিয়ে জাতিসঙ্ঘের প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যে

জুলাই অভ্যুত্থানে সহিংসতা নিয়ে জাতিসঙ্ঘের প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যে

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক

প্রবাস : জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে জাতিসংঘের তথ্য-অনুসন্ধানী মিশনের প্রতিবেদন প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। প্রতিবেদনটি ২০২৫ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে প্রকাশ করা হবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এই তথ্য জানিয়েছেন।

স্থানীয় সময় বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে জানিয়েছেন।

বৈঠকে ড. ইউনূস রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘের সহায়তা কামনা করেন। এ প্রসঙ্গে ভলকার তুর্ক জানান, জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে প্রতিবেদনটি প্রকাশের আগে বাংলাদেশ সরকারকে এ বিষয়ে জানানো হবে।

গণঅভ্যুত্থানের সময়ে সংঘটিত অপরাধ তদন্তে জাতিসংঘের মানবাধিকার কমিশনকে ধন্যবাদ জানান ড. ইউনূস। তিনি উল্লেখ করেন, ছয়টি স্বাধীন সংস্কার কমিশনের প্রতিবেদনও একই সময়ে প্রকাশিত হবে, যা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে।

ভলকার তুর্ক জানান, মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপসহ সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ সম্পূর্ণ সহায়তা প্রদান করবে।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকারবিরোধী আন্দোলনের সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তে জাতিসংঘের তথ্য-অনুসন্ধানী মিশন কাজ করেছে। গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো তদন্ত করে দলটি।

এই মিশন অভিযোগের সত্যতা উদঘাটন, দায় নির্ধারণ, মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণ এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশ প্রদান করবে।

বিএনএ,এসজিএন,শাম্মী

Loading


শিরোনাম বিএনএ