ঢাকা: দেশের গহণা শিল্পের সক্ষমতা তুলে ধরতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির উদ্যোগে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাজুস ফেয়ার-২০২৪। এ মেলা আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত।
দেশের ইতিহাসে তৃতীয়বারের মতো জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় আয়োজন বাজুস। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) হল-০৪, নবরাত্রি, ৩০০ ফিট পূর্বাচল এক্সপ্রেস মেলা অনুষ্ঠিত হবে।
বাজুস ফেয়ার প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকবে। ফেয়ারের টিকিট মূল্য ১০০ টাকা। তবে ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের মেলায় প্রবেশে কোনো টিকিট লাগবে না।
এবারের বাজুস ফেয়ারে ৪১টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এসব প্রতিষ্ঠান ক্রেতাদের জন্য বিশেষ অফার দেওয়ার ঘোষণা দিয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির(বাজুস) আশা করছে, বাজুস ফেয়ার-২০২৪ দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশের নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্যনতুন আধুনিক ডিজাইনের অলঙ্কারের পরিচিতি বাড়বে বিশ্ববাজারে। প্রেসরিলিজ।
বিএনএনিউজ,এসজিএন/এইচমুন্নী