বিএনএ, বিশ্বডেস্ক : আগামী দুই বছর কম সংখ্যক বিদেশি শিক্ষার্থী নেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা সরকার। আবাসন সংকট মোকাবেলায় এ ঘোষণা দিয়েছে দেশটি।
গত ২২ জানুয়ারি জাস্টিন ট্রুডোর সরকার এক ঘোষণায় বলেছে, ২০২৪ সালে তারা আগের বছরের তুলনায় ৩৫ শতাংশ কম শিক্ষার্থীকে ভিসা দেবে। গত বছর প্রায় ৯ লাখ বিদেশি শিক্ষার্থীকে ভিসা দিয়েছিল কানাডা।
কানাডার অভিবাসন বিষয়ক মন্ত্রী মার্ক মিলার একটি বিবৃতিতে বলেছেন, ‘২০২৪ এর সেপ্টেম্বর সেমিস্টারের আগে আমরা আমাদের প্রস্তুতির অংশ হিসেবে ভিসার সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছি, যাতে করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের শিক্ষার্থীদের পর্যাপ্ত সহায়তা করতে পারে।
তবে, যারা ইতিমধ্যে স্টাডি পারমিট পেয়েছে বা পারমিট নবায়ন করতে আগ্রহী তাদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে না। যারা মাস্টার্স বা ডক্টরেট ডিগ্রির জন্য আসবেন তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে না। প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রেও ভিসার সংখ্যা সীমাবদ্ধ হবে না।
কানাডা ছাড়াও এর আগে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যও একই ধরনে সিদ্ধান্ত নিয়েছে। অস্ট্রেলিয়া অদক্ষ শ্রমিক ও বিদেশি শিক্ষার্থীদের ভিসা নীতি কঠিন করার ঘোষণা দেয় গত বছরের ডিসেম্বরের শুরুর দিকে। তারও আগে ব্রিটেন সরকার দেশটির অভিবাসননীতি পরিবর্তনের ঘোষণা দেয়। ব্রিটেন সরকার ঘোষিত সর্বশেষ নীতি অনুসারে, যেসব অভিবাসী এখন থেকে ব্রিটেনে যাবেন, তাঁদের অবশ্যই কোনো না কোনো নির্দিষ্ট দক্ষতা থাকতে হবে।
বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী