15 C
আবহাওয়া
৮:১২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » কদমতলীতে ৭ তলা থেকে পড়ে নারীর মৃত্যু

কদমতলীতে ৭ তলা থেকে পড়ে নারীর মৃত্যু

ঢামেকে দালালবিরোধী অভিযানে আটক ৯

বিএনএ, ঢাকা: রাজধানীর কদমতলীর মেরাজনগর এলাকায় একটি বাসার সাত তলা থেকে নিচে পড়ে রাশেদা আক্তার (৩২) নামের এক নারী মারা গেছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রাশেদা আক্তার নোয়াখালী সদর উপজেলার নলপুর দেবীপুর দানা মিয়ার বাড়ির মোহাম্মদ রবিউল্লার মেয়ে। তিনি মিরাজ নগরের ওই বাসায় থাকতেন।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এস আই) কামরুন নাহার জানান, আমরা খবর পেয়ে কদমতলী মেরাজনগর বি-ব্লকের ওই বাসার নিচতলা রাস্তার ওপর থেকে নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, রাশেদা আক্তারের স্বজনদের কাছে জানতে পেরেছি তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে ৭ তলার ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে তার মৃত্যু হয়। রাশেদার মাথার পেছনে জখম রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিএনএ/আজিজুল, এমএফ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ