24 C
আবহাওয়া
১২:১১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » এবার যারা পাচ্ছেন বাংলা একাডেমি পুরষ্কার

এবার যারা পাচ্ছেন বাংলা একাডেমি পুরষ্কার

এবার যারা পাচ্ছেন বাংলা একাডেমি পুরষ্কার

বিএনএ ঢাকা: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২১ ঘোষণা করা হয়েছে। শিল্প-সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখায় এবার ১৫ কবি-লেখককে এই পুরস্কার দেয়া হবে।রোববার (২৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলা একাডেমি।

এবার যারা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১’র জন্য মনোনীত হয়েছেন, তারা হলেন, আসাদ মান্নান, বিমল গুহ (কবিতা), ঝর্না রহমান, বিশ্বজিৎ চৌধুরী (কথাসাহিত্য), হোসেন উদ্দীন হোসেন (প্রবন্ধ/গবেষণা), পান্না কায়সার (মুক্তিযুদ্ধ-ভিত্তিক গবেষণা), হারুন-অর-রশিদ (বঙ্গবন্ধু-বিষয়ক গবেষণা), সাধনা আহমেদ (নাটক), আমিনুর রহমান, রফিক-উম-মুনীর চৌধুরী (অনুবাদ), রফিকুর রশীদ (শিশুসাহিত্য), শুভাগত চৌধুরী (বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান), সুফিয়া খাতুন, হায়দার আকবর খান রনো (আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনি) ও আমিনুর রহমান সুলতান (ফোকলোর)।

বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, ১৯৬০ সাল থেকে বাংলা সাহিত্যে অবদানের জন্য পুরস্কার দিয়ে আসছে বাংলা একাডেমি। তবে, ১৯৮৫, ১৯৯৭ ও ২০০০ এই তিন বছর কোনো পুরস্কার দেয়া হয়নি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
রাজধানীতে ট্রাকে ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনায় সিরিয়ায় ব্যাপক বিক্ষোভ আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয় বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ---তথ্য উপদেষ্টা রাজধানীতে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান মন্ত্রিপরিষদ সচিবের ভাইয়ের নামে বরাদ্দকৃত বনভূমির বরাদ্দ বাতিল হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে প্রতিশ্রুতি ৪৪তম বিসিএস-এর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ খসড়ার চূড়ান্ত অনুমোদন