25 C
আবহাওয়া
৬:১৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » দেশে ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ বেড়েছে

দেশে ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ বেড়েছে


বিএনএ ঢাকা: দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। ভাইরাসটিতে একদিনের ব্যবধানে শনাক্তের হার বেড়ে গেছে। তবে  মৃত্যুর সংখ্যা কমেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ৯০৬ জন। ভাইরাসটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জনে।

একই সময়ে করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৬ জন পুরুষ, ৮ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৫ জন। চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে মারা গেছেন। এছাড়া খুলনা, বরিশাল ও রংপুর বিভাগে মারা গেছেন একজন করে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ২২৩ জনে দাঁড়িয়েছে।

রোববার (২২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৮২ জন। এ নিয়ে এখ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৮৬১ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৮৫৪টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ২৯ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯১ শতাংশ।

এর আগে, শনিবার (২২ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছিল। ভাইরাসটিতে শনাক্ত হয়েছিলেন ৯ হাজার ৬১৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এর ১০ দিন পর এতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ