30 C
আবহাওয়া
৫:৩৮ অপরাহ্ণ - এপ্রিল ২১, ২০২৫
Bnanews24.com
Home » ১৮ বছর পর অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী মহিউদ্দিন আটক

১৮ বছর পর অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী মহিউদ্দিন আটক

১৮ বছর পর অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী মহিউদ্দিন আটক

বিএনএ, চট্টগ্রাম : ১৮ বছর ধরে পলাতক নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মহুরী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মহিউদ্দিনকে(৪৬) আটক করেছে র‌্যাব শনিবার (২২ জানুয়ারী) নগরীর সুগন্ধা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ।
র‌্যাব জানায় ৭ জানায়, গত বছরের ২৯ অক্টোবর  মহি উদ্দিন দুবাই হতে বাংলাদেশে আসে। প্রযুক্তির ব্যবহার ও কঠোর নজরদারির একপর্যায়ে র‌্যাব জানতে পারে যে, তিনি পুনরায় দুবাই পাড়ি জমানোর জন্য পরিকল্পনা করছে। দুবাই যাওয়ার জন্য গত শনিবার( ২২জানুয়ারি) করোনা টেষ্ট এর জন্য বের হয়।  কাজ শেষে চট্টগ্রামের সুগন্ধা আবাসিক এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে র‌্যাব তাকে আটক করে।
উল্লেখ্য, ২০০১ সালের ১ নভেম্বর সকালে  নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীকে    জামালখান রোডে তার বাসায় গুলি করে হত্যা করে  চট্টগ্রামের কুখ্যাত নাসির গ্যাং এর ক্যাডাররা। এ হত্যাকাণ্ডের ঘটনায়  ১২ জনকে আসামী করে চট্টগ্রাম জেলার কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের হয় যার মামলা নং-৪২(১১)০১ ধারা ৩০২/১২০ (বি) পেনাল কোড।
 ২০০৩ সালের ৩ ফেব্রুয়ারী দ্রুত বিচার ট্রাইবুন্যাল মোট ১২ জন আসামীর মধ্যে গ্রেফতারকৃৃত আসামী মহি উদ্দিন সহ ৪ জন আসামীর ফাঁসির দেয়। অপর ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান  করা হয়।  মৃত্যুদন্ডে দন্ডিত আসামীরা সুপ্রীম কোর্টে আপিল করলে আদালত আসামীদের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। অপর ৪  আসামী বিচার চলাকালীন সময়ে মৃত্যু বরণ করে। দন্ডিত ৮ জন আসামীর মধ্যে ৬ জন আসামী  কারাগারে আছে। অন্য ২ জনের মধ্যে ১ জন আসামী ইউরোপে এবং অপর ১ জন আসামী দুবাইয়ে পলাতক ছিল। পলাতক আসামী মহি উদ্দিন ওরফে মহিন উদ্দিন’কে  আদালত যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। রায় ঘোষনার সময় মহি উদ্দিন দুবাইয়ে পলাতক ছিল।
গ্রেফতারকৃত মহি উদ্দিন ওরফে মহিন উদ্দিন (৪৬) হাটহাজারী উপজেলার মান্দাকিনি এলাকার এলাহী বক্সের ছেলে।মহিউদ্দিন  চট্টগ্রামের একসময়ের ত্রাস সৃষ্টিকারী, খুনী, কুখ্যাত নাসির গ্যাং এর সক্রিয় সদস্য এবং তার আপন ছোট ভাই।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ