বিএনএ,বিশ্বডেস্ক : করোনার বেড়ে যাওয়ায় নিজের বিয়ে বাতিল করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। রোববার(২৩ জানুয়ারী) তিনি সাংবাদিকদের এ কথা জানান।
জেসিন্ডা সাংবাদিকদের বলেন, ‘আমার বিয়ের অনুষ্ঠান হচ্ছে না।’আরও কেউ যদি তাঁর মতো একই পরিস্থিতির মুখে পড়ে থাকেন, তাঁর জন্য দুঃখপ্রকাশ করেন জেসিন্ডা। নিজের বিয়ের তারিখ প্রকাশ করেননি জেসিন্ডা। তবে, তাঁর বিয়ের অনুষ্ঠান আসন্ন বলে গুঞ্জন চলছিল।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে—সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানের পরে নিউজিল্যান্ডে নয় জনের কোভিড শনাক্ত হলে গোষ্ঠীগত সংক্রমণের আশঙ্কা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে নিউজিল্যান্ড সরকার আজ রোববার মধ্যরাত থেকে নতুন করে কোভিড বিধি আরোপ করছে।
নিউজিল্যান্ডের নতুন কোভিড বিধি অনুযায়ী, পানশালা ও রেস্তোরাঁর মতো পরিষেবা এবং বিয়ের মতো অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাগম করা যাবে না।
দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডকে বিয়ে করছেন জেসিন্ডা। ক্লার্ক একটি ফিশিং-শো’র সঞ্চালক। বিয়ে বাতিল করতে হওয়ায় কেমন লাগছে—সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেসিন্ডার সপ্রতিভ উত্তর, ‘জীবন তো এমনই।’
বিএনএ/ ওজি, শিরীন সুলতানা , রেহেনা ইয়াসমিন
‘