23 C
আবহাওয়া
৪:৪৯ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ১৩

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ১৩

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ১৩

বিএনএ,চট্টগ্রাম: বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এফভি যানযাবিল নামে একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ওই ট্রলারে মোট ২৬ জন ছিলেন। এর মধ্যে ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ রয়েছেন ১৩ নাবিক।

শনিবার (২৩ জানুয়ারি) ভোরে সেন্টমার্টিনের ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে এ ঘটনা ঘটে। নিখোঁজ ১৩ নাবিককে উদ্ধারে কোস্টগার্ড ও নৌবাহিনী অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন) হাবিবুর রহমান।

হাবিবুর রহমান বলেন, শনিবার ভোর সাড়ে ৪টায় সেন্টমার্টিনের ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরে এফভি যানযাবিল নামে একটি ফিশিং ট্রলারে ২৬ জন নাবিক নিয়ে ডুবে গেছে। আশপাশের অন্যান্য মাছ ধরার ট্রলার ১৩ জন নাবিককে উদ্ধার করতে পারলেও এখনও নিখোঁজ রয়েছেন ১৩ জন। নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডের একটি ও নৌ-বাহিনীর দুটি জাহাজ অভিযান চালাচ্ছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ