বিএনএ, রাজশাহী : রাজশাহীতে বেসরকারি বারিন্দ মেডিকেল কলেজের ছাত্রাবাস থেকে ইকবাল জাফর শরীফ (২৪) নামে এক ভারতীয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটেছে।
ইকবাল জাফর শরীফের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গে। বাবার নাম মোজাম্মেল হোসেন পিন্টু। ইকবাল বারিন্দ মেডিকেল কলেজের এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
কলেজের অধ্যক্ষ বি কে দাম বলেন, করোনার কারণে ইকবাল নিজের দেশেই ছিলেন। কয়েক দিন আগে বাংলাদেশে এসে ঢাকায় বন্ধুর কাছে ছিলেন। গত বুধবার তিনি রাজশাহীতে এসে বিদেশি শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হোস্টেলে ওঠেন। হোস্টেলে আগে প্রতি কক্ষে দুজন বিদেশি শিক্ষার্থী থাকলেও এখন করোনা পরিস্থিতির কারণে একজন করে রাখা হয়।
অধ্যক্ষ বলেন, সন্ধ্যার পর শিক্ষার্থীদের অনেকেই বাইরে যান। রাতে তাঁরা ফিরে ইকবালকে সিলিং ফ্যানে ঝুলতে দেখেন। এরপর তাঁরা মরদেহ নামিয়ে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর বিষয়টি ভারতে তাঁর মামা এবং রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ে জানানো হয়েছে।
বিএনএনিউজ/জেবি