17 C
আবহাওয়া
৪:০৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » আবারও লেডি গাগার পোশাক নিয়ে সমালোচনা!

আবারও লেডি গাগার পোশাক নিয়ে সমালোচনা!

গাগা

বিনোদন ডেস্ক

এমটিভির মিউজিক পুরস্কার থেকেই লেডি গাগার দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। ফ্যাশনকে কতোভাবে ব্যবহার করা যায় তা তার থেকে শিখতে বাধা নেই কারও। তবে এবার তাকে নিয়ে নতুন বিতর্ক।

লস এঞ্জেলেস টাইমসে প্রকাশিত খবর অনুসারে, লেডি গাগার অনুষ্ঠান নিয়ে কারও বক্তব্য না থাকলেও তার হাঙ্গার গেমস নিয়ে তৈরি হয়েছে সমালোচনা। তার মতো পপ স্টারকে নিয়ে আগেও নানা সমালোচনা হয়েছে। বাইডেনের শপথে তার পোশাক দেখে অনেকেই হতবাক। সেরার সেরা ফ্যাশন ডিজাইনার তার পোশাক তৈরি করেছে। সেই কাজে খরচও পড়েছে প্রচুর। কিন্তু তাতে কি! নামটা তো লেডি গাগা।

হাঙ্গার গেমস নিয়ে তার কাজ এখন সকলের মুখে মুখে। তবে অনেকে আবার তার এই নয়া পদক্ষেপকে সমর্থনও করেছেন।

নিজেকে নিয়ে যতই বিতর্ক হোক না কেন, গাগা কিন্তু একেবারেই নির্বাক। তার মতে, বাইবেলের মতো তিনি নিজের কাজ করে যাবেন। নোয়াকে যেমন ভগবান সকলকে রক্ষা করতে পাঠিয়েছিলেন, তিনিও ঠিক তেমনই। আমরা সকলেই শান্তি চাই। কিন্তু তার জন্য আমাদের মাশুলও দিতে হয়।

গাগার এই লেখা থেকে তার মত অনেকটাই স্পষ্ট হয়েছে। তবে মার্কিন শপথে গাগার পোশাক নিয়ে অনেকেই খুশি। তাদের মতে, গাগার পোশাক সেদিন অনেকেরই মন ভালো করে দিয়েছিল। তার পোশাক থেকে ঐক্যের একটি বার্তা যায়। তবে সাধারণ মার্কিনবাসীদের অনেকেই তার পোশাক নিয়ে সমালোচনা করেছেন।

আমেরিকার অন্য বর্ণের মানুষরা গাগার এই পোশাক নিয়ে অখুশি। তাদের মধ্যে অনেকে আবার এর বিরুদ্ধে গিয়ে গাগার শাস্তি দাবিও করেছেন। আসলে মার্কিন মুলুকে নয়া প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন বাইডেন। সেখানে সামান্য বিতর্ক থাকবে না তা আবার হয় নাকি! তাই হয়তো গাগার দ্যা হাঙ্গার গেমস নিয়ে তৈরি বিতর্ক নতুন মাত্রা পেল।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার