বিএনএ বিশ্ব ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আফগান সীমান্তের কাছের একটি নিরাপত্তা চৌকিতে সশস্ত্রদের হামলায় ১৬ সেনা নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছে আরও পাঁচ সেনা ।
এএফপি খবরে জানানো হয়, শনিবার (২০ ডিসেম্বর) প্রায় ৩০ জন সশস্ত্র ব্যক্তি তল্লাশি চৌকিতে হামলা চালায়। আফগান সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে দুই ঘণ্টাব্যাপী এই হামলা সংঘর্ষে পরিণত হয়। হামলাকারীরা সেনাদের ওয়্যারলেস যোগাযোগের সরঞ্জাম, নথিপত্র ও অন্যান্য সামগ্রী জ্বালিয়ে দেয়।
এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। তারা এই হামলাকে ‘প্রতিশোধ’ হিসেবে দাবি করেছে। তাদের দাবি, হামলার উদ্দেশ্য ছিল সিনিয়র কমান্ডারদের শাহাদাতের প্রতিশোধ নেওয়া।
বিএনএ/ ওজি/শাম্মী