বিএনএ,ময়মনসিংহ: ময়মনসিংহের সদরে বিএনপির অসহযোগ আন্দোলন ও ডামি নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ করা হয়েছে।শুক্রবার (২২ ডিসেম্বর) জুমার নামাজের পর উপজেলার ঘাগড়া, দাপুনিয়া, ভাবখালী, সিরতা, বোরর চর ইউনিয়নসহ সদরের বেশ কয়েকটি ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শুক্কুর মাহমুদ ববির নেতৃত্বে সদর উপজেলা ও ইউনিয়নের নেতুবৃন্দ এই কর্মসুচিতে উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শুক্কুর মাহমুদ ববি বলেন, সরকার পতনের আন্দোলনে শুরু থেকেই জনগনের সমর্থন পেয়ে এসেছি। জনগনের সমর্থনে আন্দোলনে এগিয়ে চলছে এবং অসহযোগ আন্দোলন ও ডামি নির্বাচন বর্জনে লিফলেট বিতরণে জনগনের সাড়া পাচ্ছি। তবে, আন্দোলনের সফলতা কখন আসে বলা যায় না। তবে, আমরা আশাবাদী আন্দোলনের সফলতা অবশ্যই আসবে।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন বিষয়টি জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখা হবে।
বিএনএ/ হামিমুর রহমান, ওজি