বিএনএ ডেস্ক: কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তারকে পদোন্নতি দিয়ে ওই মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অন্যদিকে পরিকল্পনা কমিশনের সদস্য সত্যজিত কর্মকারকে পরিকল্পনা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিনকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বিপিএটিসির রেক্টরের পদটি সচিব পদমর্যাদার।
আর অবসরে যাওয়ার সুবিধার্থে বিপিএটিসির রেক্টর রমেন্দ্রনাথ বিশ্বাসকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
বিএনএনিউজ২৪/ এমএইচ
Total Viewed and Shared : 145