বিএনএ, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতিতে প্রাইভেটকারের দুর্ঘটনা থেকে বেঁচে ট্রেনে কাটা পড়ে দুই যুবক মারা গেছেন। বৃহস্পতিবার(২২ ডিসেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাতে তারা ট্রেনে কাটা পড়েন।
নিহতরা হলেন পাবনা জেলার সাথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের চঞ্চল সিকদারের ছেলে সাগর (৩৫) ও একই জেলার আহাম্মপুর গ্রামের লিয়াকতের ছেলে সজীব (৩৩)।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
সূত্র জানায়, বুধবার দিবাগত গভীর রাতে সাগর ও সজীব প্রাইভেটকারযোগে পাবনা যাচ্ছিলেন। পথে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের উপজেলার হাতিয়া এলাকায় অজ্ঞাত এক বাস তাদের গাড়িটি ধাক্কা দেয়। এতে তাদের প্রাইভেটকারটি মহাসড়কের পাশে পড়ে যায়। পরে চালক গাড়িটিকে ওপরে উঠানোর সময় ওই দুই যুবক রেল লাইনের ওপর হাঁটা-হাঁটি করছিলেন। এ সময় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।
বিএনএ/ওজি