20 C
আবহাওয়া
১০:১১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » দুই পুলিশ সদস্য প্রশংসিত যে কারণে(ভিডিও)

দুই পুলিশ সদস্য প্রশংসিত যে কারণে(ভিডিও)

মুন্সীগঞ্জ পুলিশ লাইনসে কর্মরত ওই দুই পুলিশ সদস্য।

 ইমরান খান: সাধারণ রাস্তার একটি প্রাণীর প্রতি মমতা দেখিয়ে অসাধারণ এক নজির স্থাপন করেছেন দুজন পুলিশ সদস্য। গর্তে পড়ে যাওয়া একটি কুকুরকে দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার করেছেন তারা। দৃষ্টান্তপূর্ণ এ কাজটি করেছেন মুন্সীগঞ্জ পুলিশ লাইনসে কর্মরত ওই দুই পুলিশ সদস্য।

বিলম্বে প্রাপ্ত খবরে প্রকাশ, কুকুরটি পড়েছিল মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সের পাশে গভীর একটি গর্তে। গতকাল সোমবার কুকুরটিকে উদ্ধার করেন দুই পুলিশ কনস্টেবল। তাঁদের নাম আলামীন ও মাহবুব। কুকুরটিকে তুলতে মাটির গভীরে অনেকখানি খনন করতে হয়েছে তাঁদের। গতকাল সকালে হাঁটাহাঁটি করার সময় এক পথচারী ওই কুকুরটি পড়ে যাওয়ার কথা তাঁদের জানিয়েছিলেন।

কুকুরটি উদ্ধারের সময় সেখানে উপস্থিত লোকজন তাঁদের সাধুবাদ জানায়। ‘প্রজন্ম বিক্রমপুর’ নামের একটি সংগঠনের সাধারণ সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল বলেন, ‘রাস্তার একটি কুকুরের জন্য তাঁরা এমন উদ্যোগ না নিলেও পারতেন। কিন্তু কুকুরের জীবনকেও তাঁরা গুরুত্বপূর্ণ ভেবেছেন। বেশ ধৈর্য নিয়ে তাঁরা কাজটি করেছেন। তাঁরা সত্যিই মানবিকতার পরিচয় দিয়েছেন। তাঁরা ধন্যবাদ প্রাপ্য।’

দেখুন কিভাবে : পুন:জীবন ফিরে পেল কুকুরটি

YouTube player

সেখানে উপস্থিত এক ব্যক্তি বলেন, ‘পুলিশের গুণের কথা অনেকেই স্বীকার করতে চান না। সামান্য দোষ পেলেও আমরা তাদের নিয়ে কথা বলি। অথচ করোনাভাইরাস মহামারিতে সন্তানও বাবার লাশ কবর দিতে ভয় পেত। তখন পুলিশই এগিয়ে এসেছে।’

কুকুর উদ্ধারের বিষয়ে পুলিশ কনস্টেবল আলামীন বলেন, ‘এমন একটা কাজ করতে পেরে আমরা খুব খুশি। পশুর প্রতি সবার ভালোবাসা থাকা উচিত। অনেক সময় তাদের বিপদে আমরা আরো বিপর্যয়ে ফেলে দিই।’

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ