20 C
আবহাওয়া
৪:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ভারতকে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশের মেয়েরা

ভারতকে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশের মেয়েরা

ভারতকে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশের মেয়েরা

বিএনএ, স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ। বুধবার (২২ ডিসেম্বর) কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত খেলায় আনাই মগিনির একমাত্র গোলে শিরোপা জিতে বাংলাদেশ।

দক্ষিণ এশিয়ার ফুটবলে নারীদের শ্রেষ্ঠত্বের লড়াই। আগের লড়াইয়ে নেপালকে হারিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল বাংলাদেশই। সেবার অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ হয়েছিল। নাম বদলে এবার সেই টুর্নামেন্টই অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ।

বাংলাদেশশুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। বলটা ঠেলেছিলেন পোস্টে তহুরা, কিন্তু ভারতের ডিফেন্ডার সেটা গোললাইন পেরুনোর মুখে ক্লিয়ার করেন। রিপ্লে দেখে অবশ্য পরিষ্কার বোঝা যায়নি বল ক্লিয়ার হয়েছে কি না। বাংলাদেশের ফুটবলাররা প্রতিবাদ করলেও রেফারি তাতে কান দেননি। খানিক পরেই ম্যান অব দ্য টুর্নামেন্টের দাবিদার শাহেদা আক্তার রিপার ডান দিক আসা বলটা ক্লিয়ার করতে ব্যর্থ হন ভারতের কিপার। কিন্তু পোস্টে লেগে ফেরত আসে তা।
খেলার ৭৯ মিনিটে শাহেদার ব্যাকফ্লিক থেকে ডান দিক থেকে বলটা হাওয়ায় ভাসিয়ে দেন আনাই। ভারতের কিপার বলের ফ্লাইট বুঝতে পারেননি, বল জালে জড়িয়ে যায়। উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়ামের দর্শকরা। ১-০ গোলে শেষ হয় খেলা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ