27 C
আবহাওয়া
১১:৩০ অপরাহ্ণ - আগস্ট ৫, ২০২৫
Bnanews24.com
Home » ধামরাইয়ে প্রকৃতি সেজেছে সরিষার সাজে

ধামরাইয়ে প্রকৃতি সেজেছে সরিষার সাজে

জামালপুরে প্রকৃতি সেজেছে সরিষার সাজে

বিএনএ, ধামরাই : প্রকৃতি সরিষার ফুলে সেজেছে নতুন সাজে। অপরুপ প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হচ্ছে গ্রাম বাংলার প্রকৃতি প্রেমীরা। সেই সাথে সরিষা চাষীদের মুখে মনোমুগ্ধকর হাসি। প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র দেখা যাচ্ছে ঢাকার অদূরে ধামরাইয়ে।

বাংলাদেশে ৩ প্রকার সরিষা চাষ করা হয়। বিভিন্ন অঞ্চলের তারতম্য এবং জমির অবস্থা অনুযায়ী সরিষা বীজ রোপণ করা হয়। সাধারণত আশ্বিন মাস থেকে মধ্য কার্তিক মাস পর্যন্ত সরিষা বীজ বোনা হয়। সরিষা বাংলাদেশের প্রধান ভোজ্য তেল ফসল। বর্তমানে প্রায় ৩ লক্ষ্য হেক্টর জমিতে সরিষা চাষাবাদ করা হয় এবং প্রায় আড়াই লক্ষ্য টন তেল পাওয়া যায়।

ধামরাই উপজেলায় প্রায় ৫ হাজার দুইশত পঞ্চাশ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষার চাষ হয়েছে। প্রায় জমিতেই সরিষায় ফুল এসেছে। সেই সাথে প্রকৃতিও সেজেছে নতুন সাজে। মন রাঙিয়ে দিচ্ছে প্রকৃতি প্রেমীদের। আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে ফুলের গায়ে।

সরিষার ফুলে হলুদের সমারোহ বিস্তীর্ণ মাঠ। প্রকৃতিপ্রেমীরা অবসর সময়ে হলুদের ডাকে ছুটে যাচ্ছে প্রকৃতির অপরূপ দৃশ্যকে আলিঙ্গন করতে। মুঠোফোনের ক্যামেরায় নিজেদের বন্দী করে নিচ্ছে হলুদ বিকেলের পরিবেশকে। কেউ আবার গ্রুপ ফটো তুলে ফেসবুক টুইটারে পোস্ট করে প্রকৃতির ভালোবাসা প্রকাশ করছে।

কথা হয় হলুদ বিকেলে ঘুরতে আসা মিজানুর রহমানের সাথে। প্রকৃতির অপরূপ দৃশ্যের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রকৃতির এই সৌন্দর্যকে উপভোগ করতে আশুলিয়া থেকে ধামরাই এসেছি। আমাদের উপজেলা শিল্পনগরী হওয়ায় এই সৌন্দর্য্য উপভোগ থেকে আমরা বঞ্চিত। ধামরাই উপজেলা পাশাপাশি হওয়াতে প্রতি বছরই চলে আসি সরিষার সময়ে। সরিষা ফুলের হলুদ বিকেলের প্রাকৃতিক দৃশ্যকে দেখতে।

ধামরাই উপজেলার কৃষি অফিসার আরিফুল হাসান বলেন, উপজেলায় প্রায় ৫হাজার দুইশত পঞ্চাশ হেক্টর জমিতে বিভিন্ন  জাতের সরিষার চাঁষ হয়েছে। আমরা এবার ৯ হাজার মেট্রিকটন সরিষার উৎপাদন আশা করছি তাই কৃষকদের বিভিন্ন জাতের সরিষা বীজ ও সার দিয়ে সহযোগিতা দিয়েছি।

বিএনএনিউজ/ইমরান খান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ