22 C
আবহাওয়া
৬:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৪
Bnanews24.com
Home » সৌদি আরবে নাচ-গানের জমজমাট আসর

সৌদি আরবে নাচ-গানের জমজমাট আসর


বিএনএ, বিশ্বডেস্ক: ধর্মীয়ভাবে প্রচণ্ড রক্ষণশীল সৌদি আরবে প্রকাশ্যে নাচ গানের আয়োজন বিরল ঘটনা। দেশটির রাজধানী রিয়াদে চার দিনব্যাপী এমডিএলবিস্ট সাউন্ডস্টর্ম ফেস্টিভ্যাল যেন সেই চিত্র পাল্টে দিলো। নারী-পুরুষ নির্বিশেষে নাচ-গানের জমজমাট আসরে মেতে ওঠেন। এটি ছিল এ উৎসবের দ্বিতীয় আসর। এ উৎসবে প্রায় ৭ লাখেরও বেশি মানুষের আগমন ঘটে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) থেকে রোববার (২১ ডিসেম্বর) রাত পর্যন্ত রিয়াদের মরুভূমিতে জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠান বিরতীহীনভাবে চলে। এ অনুষ্ঠানের মঞ্চ মাতিয়েছেন জনপ্রিয় আন্তর্জাতিক তারকারা। আর নেচে-গেয়ে তাদের সঙ্গ দিয়েছেন নারী-পুরুষ সবাই।

সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন, বিনোদন এবং ক্রীড়া খাতে প্রচুর বিনিয়োগ করছে সৌদি আরব। রক্ষণশীল উপসাগরীয় রাজ্যে একটি সামাজিক পরিবর্তনের মধ্যে রয়েছে মহিলাদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং মিশ্র-লিঙ্গের কনসার্ট এবং অন্যান্য অনুষ্ঠানের অনুমতি দেয়া।

সৌদির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির প্রধান তুর্কি আল শেখ বলেছেন, চার দিনে সাত লাখ ৩২ হাজার মানুষ এই ইভেন্টে এসেছিলেন। এটি বিশ্বের বৃহত্তম সঙ্গীত উৎসবগুলির মধ্যে একটি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ