বিএনএ, চট্টগ্রাম : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য নোভাভ্যাক্সকে করোনাভাইরাসের দশম টিকা হিসেবে অনুমোদন দিয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভার তৈরি এ টিকাকে অনুমোদন দেওয়া হয়।
নোভাভ্যাক্স বলছে, তাদের টিকা উত্তর আমেরিকায় একটি ট্রায়ালে করোনার বিরুদ্ধে ৯০ দশমিক ৪ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে। আগামী জানুয়ারি নাগাদ ইউরোপীয় ইউনিয়নে ভ্যাকসিন সরবরাহ শুরুর ব্যাপারে আশাবাদী কোম্পানিটি।
আরব নিউজের খবরে বলা হয়েছে, এদিকে নোভাভ্যাক্স টিকার শর্তসাপেক্ষ অনুমোদনের সুপারিশ করেছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ)। সোমবার ইএমএর পক্ষ থেকে তাদের বিশেষজ্ঞদের এমন সুপারিশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নোভাভ্যাক্স ভ্যাকসিন ইউরোপীয় মেডিসিন এজেন্সির আনুষ্ঠানিক অনুমোদন লাভের আগেই ইতোমধ্যে এ টিকার ২০০ মিলিয়ন ডোজ কেনার চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন।
বিএনএনিউজ২৪.কম/এনএএম