24 C
আবহাওয়া
১:৩৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তে তীব্র লড়াই

মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তে তীব্র লড়াই

মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তে তীব্র লড়াই

বিশ্ব ডেস্ক : মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তের কারেন প্রদেশে এক সপ্তাহ ধরে চলছে তীব্র লড়াই। ২১ডিসেম্বর মিয়ানমার অনলাইন সংবাদপত্র মিয়ানমারনাও জানিয়েছে, লড়াইয়ে এ পর্যন্ত ৬৮জন জান্তা সৈন্য নিহত, ৮জন সৈন্যকে বিপুল অস্ত্রশস্ত্রসহ আটক করা হয়েছে।

A photo published by Karen Information Center (KIC) shows people wading across Moei River to escape the fighting on December 19

মিয়ানমারের বিরোধী দলের ছায়া সরকার National Unity Government (NUG),পিপলস ডিফেন্স ফোর্স এবং দি কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি(কেএনএলএ)এর সূত্রের বরাত দিয়ে পাবলিক ভয়েস টেলিভিশন বলেছে, সর্বশক্তি দিয়ে কারেন অঞ্চলের সব বিদ্রোহী গোষ্ঠি সরকারি সৈন্যদের মোকাবেলা করছে।

এনইউজি আরও বলেছে যে, যৌথ বাহিনী আটজন শাসক সৈন্যকে আটক করেছে এবং বিপুল আধুনিক অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে। তবে মিয়ানমার নাউ এসব তথ্য তৃতীয় কোন মাধ্যমে যাচাই করতে পারেনি।

A photo published by Karen Information Center (KIC) shows people wading across Moei River to escape the fighting on December 19
A photo published by Karen Information Center (KIC) shows people wading across Moei River to escape the fighting on December 19 ফটো মিয়ানমার নাও

ইতিমধ্যে, থাই-মায়ানমার সীমান্তের কাছে অবস্থিত লে কে কাও, মায়ে হতাও থা লে, বেই হি কা ল, এবং এইচটি মেই ওয়া খেবেশসহ কয়েকটি গ্রামের প্রায় ৭হাজার বেসামরিক নাগরিক অব্যাহত যুদ্ধ এবং জান্তা অভিযানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।প্রায় অর্ধেক বাস্তুচ্যুত গ্রামবাসী মোই নদী পার হয়ে থাইল্যান্ডে চলে গেছে বলে জানা গেছে।

আরও পড়ুন : কারেন মূখ্যমন্ত্রীর ৭৭বছর জেল

সীমান্ত থেকে মিয়ানমার নাউ-এর সাথে কথা বলা একাধিক সূত্রের মতে, থাই কর্তৃপক্ষ পালিয়ে যাওয়া মিয়ানমারের কারেন গ্রামবাসীদের জন্য অস্থায়ী আশ্রয় শিবির খুলেছে এবং চিকিৎসা সহায়তা প্রদান করছে। শীতকাল হওয়ায় এ সব মানুষ খাদ্য ও শীতের তীব্র কষ্টে দিনাতিপাত করছে।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ