বিএনএ বিশ্ব ডেস্ক: বিশ্বজুড়ে করোনা ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে আসলেও মৃত্যু ও শনাক্তের সংখ্যা থেমে নেই। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে ৭ হাজার ১১১ জনের মৃত্যু হয়েছে । এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৫৩ লাখ ৮৪ হাজার ৬১৭ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৪৩ হাজার ৬৯৩ জন। ফলে বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ কোটি ৬৫ লাখ ৬৬ হাজার ৩২৯ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৪ কোটি ৮০ লাখ ১৬ হাজার ৪৫৬ জন।
বুধবার (২২ ডিসেম্বর) এসব তথ্য জানিয়েছে বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।
সংস্থাটির দেয়া তথ্য অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৩৩৮ জন। এদের মধ্যে মারা গেছেন ১ হাজার ৮১১ জন।
রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯০৭ জন এবং মারা গেছেন ১ হাজার ২৭ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৯ জন এবং মারা গেছেন ৩৪৬ জন।
যুক্তরাজ্যে মারা গেছেন ১৭২ জন এবং সংক্রমিত হয়েছেন ৯০ হাজার ৬২৯ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৪৯ জন এবং মারা গেছেন ৫১৬ জন।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬২১ জন এবং মারা গেছেন ৮৬ জন।
আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৪৭ লাখ ৫৮ হাজার ৭৮ জন এবং মারা গেছেন ৪ লাখ ৭৮ হাজার ৬১ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ইরানে ৪৩ জন, তুরস্কে ১৮৭ জন, ভিয়েতনামে ২৫০ জন, ইতালি ১৫৩ জন, হাঙ্গেরিতে ১৩২ জন, মেক্সিকোতে ৫৮ জন এবং মারা গেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ২০২০ সালের ১১ মার্চ এই করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিএনএনিউজ/আরকেসি