তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে সারা জীবন সংগ্রাম করেছেন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক সোনার বাংলা প্রতিষ্ঠাই ছিল তাঁর স্বপ্ন।
সচিব মঙ্গলবার(২১ডিসেম্বর) ঢাকায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী
উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনার উদ্বোধনকালে এসব কথা বলেন।
ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, গবেষক, নির্দেশক, কলাকুশলী, মিডিয়াকর্মী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।