22 C
আবহাওয়া
৮:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে করোনার টিকা নিচ্ছেন বাংলাদেশিরা

যুক্তরাষ্ট্রে করোনার টিকা নিচ্ছেন বাংলাদেশিরা


বিএনএ, বিশ্ব ডেস্ক : যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনার টিকা নিতে শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

গত সোমবার (১৪ ডিসেম্বর) করোনার এই টিকা প্রয়োগ শুরু হবার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শতাধিক প্রবাসী ফাইজারের টিকা গ্রহণ করেছেন। এখন পযর্ন্ত সকলেই সুস্থ আছেন বলে খবর পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার সকালে তিনি নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে ফাইজারের টিকা গ্রহণ করেন। একই দিন সকালে ক্যালিফোর্নিয়ার এডভ্যান্টিস্ট হেলথ গ্ল্যান্ডেল মেমোরিয়াল হাসপাতালে করোনা ভ্যাকসিন গ্রহণ করেন প্রোভিন্স স্টেট জোসেফ হাসপাতালের ইন্টারনাল মেডিসিন ফিজিশিয়ার ডা. রবি আলম। করোনা মোকাবিলায় সম্মুখ যোদ্ধা হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে তিনি এই ভ্যাকসিন পেয়েছেন বলে জানা গেছে। নিউইয়র্কে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডা. মাসুদুল হাসান টিকা গ্রহণ করেছেন। এইদিন আটলান্টায় বসবাসকারী বাংলাদেশি ফজলে খান ফাইজারের টিকা গ্রহণ করেছেন।

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের একটি নার্সিং হোমে কর্মরত বাংলাদেশি স্বাস্থ্যকর্মী রেখা রোজারিও, মাইশা জিলু গত শনিবার এবং ঝর্না আহমেদ শুক্রবার ফাইজারের ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন বলে জানা গেছে।

টিকা গ্রহণকারী বাংলাদেশিরা জানান, এটি সাধারণ টিকার মতোই। দু’দিনে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করছেন না। টিকা গ্রহণে ভয় পাওয়ার কিছুই নেই বলেও জানান তারা।

এদিকে বাংলাদেশি অধুষ্যিত নিউইয়র্ক, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, পেনসিলভানিয়া, নিউ জার্সি, ভার্জিনিয়া, মেরিল্যান্ড,ওয়াশিংটন ডিসি, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, টেক্সাস, ওহাইও, শিকাগো, ক্যানসাস ও নর্থ ক্যারোলিনার প্রচুর পরিমাণ প্রবাসী বাংলাদেশি নির্দ্বিধায় ফাইজারের টিকা গ্রহণ করেছেন বলে খবর পাওয়া গেছে।

ফাইজারের টিকার পাশাপাশি রোববার থেকে আমেরিকায় মডার্নার উদ্ভাবিত টিকার প্রয়োগও শুরু হয়েছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ৫ লক্ষাধিক মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে।

মহামারির এই সময়ে ফাইজারই প্রথম টিকা যেটা করোনার বিরুদ্ধে ৯৫ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে-মৎস্য উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে নৌ উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন--ভূমি উপদেষ্টা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১, আহত ৮ রাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড় চসিকে যে দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র বের হওয়া উচিত : মেয়র