19 C
আবহাওয়া
৭:৪৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » চমেকে আবারও দালাল আটক

চমেকে আবারও দালাল আটক

চমেকে দালাল আটক

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বহি:বিভাগ থেকে আবারও শাহাদাত হোসেন সিফাত (১৮) নামে এক দালালকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ নভেম্বর) দুপুরে তাকে আটক করা হয়।

আটক শাহাদাত নগরের পাঁচলাইশ থানার কসমোপলিটন আবাসিকের আব্দুল মাবুদ গফুরের ছেলে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক বলেন, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই ছেলে। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিত। হাসপাতালের বহির্বিভাগে ঘোরাঘুরির সময় তাকে আটক করি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালকে দালালমুক্ত করতে পুলিশ প্রশাসন কাজ করছে। কেউ আমাদের কাছে অভিযোগ দিলে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছি।

প্রসঙ্গত, এর আগে গত সোমবারও এক নারী দালালকে আটক করে পুলিশ।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ