বিএনএ, স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে সৌদি আরব। জয়টি এসেছে টুর্নামেন্টের হট ফেবারিট আর্জেন্টিনার বিরুদ্ধে। আর তাই এই জয়কে স্মরণীয় করে রাখতে বুধবার (২৩ নভেম্বর) সারা দেশে ছুটি ঘোষণা করেছে সৌদি সরকার।
সৌদি গেজেট মঙ্গলবার (২২ নভেম্বর) তাদের এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের দুর্দান্ত জয় উদযাপন করতে, বাদশাহ সালমান বুধবার সরকারি, বেসরকারি সব প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে রাষ্ট্রীয় ছুটির আদেশ দিয়েছেন।
বিএনএনিউজ/এইচ.এম।