21 C
আবহাওয়া
৮:৩৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » রাঙ্গামাটিতে দু’দিন ব্যাপী জেলা সাহিত্য মেলা শুরু

রাঙ্গামাটিতে দু’দিন ব্যাপী জেলা সাহিত্য মেলা শুরু


বিএনএ, রাঙ্গামাটি : জেলার সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সারাদেশের মতো রাঙ্গামাটিতে শুরু হয়েছে দুইদিন ব্যাপী সাহিত্য মেলা। মঙ্গলবার (২২ নভেম্বর) থেকে শুরু হওয়া এ মেলা বুধবার পর্যন্ত চলবে।

মঙ্গলবার সকালে বীর মুক্তিযোদ্ধা এম আব্দুল আলী মঞ্চে সাহিত্য মেলা উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় নাটক, প্রবন্ধ ও অন্যান্য তিনটি বিষয় নিয়ে আলোচনাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তারা বলেন, দেশ স্বাধীন করতে আমাদের অনেক পথ পাড়ি দিতে হয়েছে। তাতে অনেক বেশি ভূমিকা রেখেছে সাহিত্যিকরা। সাহিত্যের মাধ্যমে মানুষের মধ্যে সচেতন করতে তৃণমূল পর্যায়ে সাহিত্যের উন্নয়ন প্রয়োজন। পাহাড়ে হয়েছে বৈচিত্র, নানা ভাষা-ভাষীর মানুষ। তাই রাঙামাটি অন্য জেলা থেকে আলাদা।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলা একাডেমির উপ-পরিচালক ড. শরিফুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব বাবুল মিয়া, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি নাসরিন ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন, রাঙামাটি পাবলিক কলেজের প্রিন্সিপাল তাসাদ্দিক হোসেন কবির ও কবি সাহিত্যিকগণ।

মেলায় জেলা প্রশাসন চত্বরের ২০টির বেশি বইয়ের স্টল বসানো হয়েছে। আগামীকাল বুধবার শেষ হবে এ সাহিত্য মেলা।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ