26 C
আবহাওয়া
৪:০১ পূর্বাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » গাজীপুরে মেয়র পদে প্রার্থী হতে মরিয়া জাহাঙ্গীর বিরোধীরা

গাজীপুরে মেয়র পদে প্রার্থী হতে মরিয়া জাহাঙ্গীর বিরোধীরা

গাজীপুরে মেয়র পদে প্রার্থী হতে মরিয়া জাহাঙ্গীর বিরোধীরা

বিএনএ, গাজীপুর : বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সদ্য বহিষ্কার হওয়া গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম যে কোন সময় নগর পিতার পদ থেকেও সরকারি ভাবে বহিষ্কার হতে পারেন। এমন ধারণা থেকেই নতুন মেয়র পদে প্রার্থী হতে মরিয়া হয়ে বিভিন্ন প্রচারণা চালাচ্ছেন মেয়র জাহাঙ্গীর আলম বিরোধী জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে সরেজমিনে,মহানগরীর বিভিন্ন ওয়ার্ড ও আ. লীগের দলীয় কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

ইতিমধ্যে গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলামকে মেয়র হিসাবে দোয়া ও সমর্থন চেয়েছেন অনেকেই।

অপরদিকে সিটি করপোরেশনের কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন মন্ডলকে ভারপ্রাপ্ত মেয়র অথবা প্যানেল মেয়র হিসাবে দেখতে চেয়ে বিভিন্ন মহল নানা প্রচারণা চালাচ্ছে।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএনএ/ এম. এস. রুকন ,ওজি

Loading


শিরোনাম বিএনএ
ঢাকা ও ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বৃহস্পতিবার ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ