বিএনএ, গাজীপুর : বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সদ্য বহিষ্কার হওয়া গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম যে কোন সময় নগর পিতার পদ থেকেও সরকারি ভাবে বহিষ্কার হতে পারেন। এমন ধারণা থেকেই নতুন মেয়র পদে প্রার্থী হতে মরিয়া হয়ে বিভিন্ন প্রচারণা চালাচ্ছেন মেয়র জাহাঙ্গীর আলম বিরোধী জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা।
সোমবার (২২ নভেম্বর) দুপুরে সরেজমিনে,মহানগরীর বিভিন্ন ওয়ার্ড ও আ. লীগের দলীয় কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
ইতিমধ্যে গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলামকে মেয়র হিসাবে দোয়া ও সমর্থন চেয়েছেন অনেকেই।
অপরদিকে সিটি করপোরেশনের কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন মন্ডলকে ভারপ্রাপ্ত মেয়র অথবা প্যানেল মেয়র হিসাবে দেখতে চেয়ে বিভিন্ন মহল নানা প্রচারণা চালাচ্ছে।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনএ/ এম. এস. রুকন ,ওজি