চট্টগ্রাম: সাপ্তাহিক চাটগাঁর সংবাদ পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ১৯ নভেম্বর শুক্রবার বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সুধী সমাবেশ, সম্মাননা প্রদান ও খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পত্রিকার সম্পাদক নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহম্মেদ এম.পি। প্রধান বক্তা ছিলেন নজরুল ইসলাম চৌধুরী এম.পি, প্রধান আলোচক আইআইইউসি ভিসি প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।
উৎপল বড়ু য়ার ও এস বি জীবনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শাহাদাত হোসেন,শিক্ষক নেতা আবু তাহের চৌঁধুরী, ব্যাংকার সমাজ সেবক আব্দুল গাফফার চৌঁধুরী, মহানগর আঃ লীগ নেতা জাফর আহমদ। বক্তব্য রাখেন অধ্যক্ষ শিব শংকর শীল, যথাক্রমে অধ্যাপক জয়নাল আবেদীন, মো.শহীদুল্ল্যাহ, আঃ লীগ নেতা আমির উদ্দিন চৌঁধুরী, মহিলা আ. লীগ নেতা, শারমিন ফারুক সুলতানা, রোকসানা আক্তার, আয়েশা বেগম, সেলিম উদ্দিন চৌধুরী প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন আলহাজ নুরুল কবির চৌধুরী, ছফি আহম্মদ চৌধুরী, ফয়েজ আহমদ লিটন, আবদুল মতলব, শহীদুল ইসলাম, এরফানুল করিম চৌধুরী, জিসান, সাংবাদিক নজরুল ইসলাম, মো. মোস্তফা কামাল নিজামী, এস কে সাগর, মো.হারুনুর রশিদ, মো.শামীম আজাদ প্রমুখ।
এসময় প্রধান অতিথি মোছলেম উদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডে বিরোধী দল ঈর্শান্বিত হয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এ বিষয়ে বস্তুুনিষ্ট সংবাদ পরিবেশনে সাংবাদিকদের উল্লেখযোগ্য ভূমিকা রাখার আহবান জানান।
প্রধান বক্তা নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেন, সরকারের মেগা প্রকল্পের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য।
প্রধান আলোচক ভিসি আনোয়ারুন আজিম আরিফ বলেন, শিক্ষক ও সাংবাদিকরা দেশ গঠনে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছেন। তাই এই দুই পেশায় নিয়োজিতদের সরকারের উচিত আরো বেশী সুযোগ সুবিধা প্রদান করা। যাতে তারা দেশ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন।
সভাপতির বক্তব্যে নুরুল আবছার চৌধুরী বলেন, আমি শুধু পত্রিকার উদ্যোক্তা বৃহত্তর চট্টগ্রামের জনগণ এই পত্রিকার মালিক। পত্রিকার অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
বিএনএ.জিএন