বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও দ্রব্য মূল্য তালিকা না রাখায় ৫ জনকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে পৌর সদরের মুরাদ মুন্সি হাটে ও শাকপুরা চৌমুহনী বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা।
আরও পড়ুন: বোয়ালখালীতে সুলভ মূল্যে ডিম বিক্রি করছে প্রশাসন
তিনি জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এসময় মূল্য তালিকা না থাকায় ও অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৫জনকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জন স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী