27 C
আবহাওয়া
৫:২৬ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারায় সবজির বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কৃষি হাট করার উদ্যোগ

আনোয়ারায় সবজির বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কৃষি হাট করার উদ্যোগ

আনোয়ারায় সবজির বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কৃষি হাট করার উদ্যোগ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সবজির বাজার নিয়ন্ত্রণ করতে কৃষি হাট করার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এই কৃষি হাট বাস্তবায়ন হলে সবজির বাজারে সিন্ডিকেট ভাঙন ও স্থানীয় কৃষকরা সবজি পাইকারি বিক্রি করার ফলে সাধারণ ভোক্তারা লাভবান হবে বলে মনে করা হচ্ছে। এবং সবজির দামে তুলনামূলক কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে প্রশাসনের উদ্যোগে দ্রব্যমূল্য, সবজি ও ডিমের বাজার নিয়ন্ত্রণ করার জন্য সমন্বয় সভায় এই উদ্যোগ নেওয়া হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হোসাইন মোহাম্মদ, অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন, উপজেলা কৃষি অফিসার রমজান আলী, প্রাণিসম্পদ অফিসার ডা. সমরঞ্জন বড়ুয়া, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. রাশিদুল হক, বিএনপি নেতা জাহেদ চৌধুরী, জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি নাছির উদ্দীন শাহ্, সাংবাদিক আনোয়ারুল হক, আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি এনামুল হক নাবিদ, ছাত্র প্রতিনিধি যোবাইর আলম, উপজেলার বাজার কমিটি, বিভিন্ন ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সভায় ব্যবসায়ী ও বাজার কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের সাথে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সবজির বাজারে স্থিতিশীলতার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। এবং সবজির বাজার ও গরুর মাংস বাজার সিন্ডিকেট ভাঙতে সবাই ঐক্যমত পরিকল্পনা গ্রহণ করা হয়।

বিএনএনিউজ/ নাবিদ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ