24 C
আবহাওয়া
৮:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » লেবাননে সেনা হত্যা, ক্ষমা চাইল ইসরায়েলি বাহিনী

লেবাননে সেনা হত্যা, ক্ষমা চাইল ইসরায়েলি বাহিনী


বিএনএ, বিশ্বডেস্ক : দক্ষিণ লেবাননে সেনাবাহিনীর গাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত তিন সেনা সদস্য প্রাণ হারান। হামলার এ ঘটনায় লেবাননের কাছে ক্ষমা চেয়েছে ইসরায়েল। খবর আরব নিউজ।

লেবাননের সেনাবাহিনী জানায়, রোববার সীমান্তবর্তী গ্রাম আইন এবেলকে হানাইন শহরের সঙ্গে সংযোগকারী একটি সড়কে ইসরায়েলি বাহিনী তাদের গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে।

সোমবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে না ইসরায়েল। তাদের সেনারা বিশ্বাস করে যে, তারা হিজবুল্লাহর একটি গাড়িকে লক্ষ্যবস্তু করেছিল।

যদিও গত মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত আটজন সেনা নিহত হয়েছেন। এ ছাড়া গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে, ইসরায়েলি হামলায় লেবাননে দুই হাজার ৪৬৪ জন নিহত এবং সাড়ে ১১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ