16 C
আবহাওয়া
১১:৩৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নতুন সম্পাদক সারজিস, প্রধান নির্বাহী স্নিগ্ধ

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নতুন সম্পাদক সারজিস, প্রধান নির্বাহী স্নিগ্ধ

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নতুন সম্পাদক সারজিস, প্রধান নির্বাহী স্নিগ্ধ

ঢাকা: ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের দ্বিতীয় সভায় তাদের এ পদে নিয়োগের ঘোষণা আসে। প্রধান উপদেষ্টার মিডিয়া উইং থেকে জানানো হয়, সারজিস আলম সাধারণ সম্পাদক এবং মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেবেন।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একটি সরকার অনুমোদিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবামূলক ও জনকল্যাণমূলক বেসরকারি সংস্থা। এর মূল লক্ষ্য হলো গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করা। এর মধ্যে শহীদদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, আহতদের চিকিৎসাসেবা প্রদান, এবং পঙ্গুত্ববরণকারীদের আর্থিক ও অন্যান্য সহায়তা দেওয়া অন্তর্ভুক্ত।

গত ১২ সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদের সভায় আনুষ্ঠানিকভাবে ফাউন্ডেশন গঠনের ঘোষণা দেওয়া হয়। ফাউন্ডেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তখন মীর মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন, কিন্তু বর্তমানে তাকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ফাউন্ডেশনের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন কোষাধ্যক্ষ কাজী ওয়াকার আহমেদ, দপ্তর সম্পাদক হিসেবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, এবং সদস্য হিসেবে রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, ও সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ