17 C
আবহাওয়া
৬:২৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে নারীর রহস্যজনক মৃত্যু

রাজধানীতে নারীর রহস্যজনক মৃত্যু

রহস্যজনক মৃত্যু

ঢাকা: রাজধানীর সবুজবাগের পূর্ব মাদারটেক এলাকায় অজ্ঞাতনামা(৩২) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু ঘটেছে।

রোববার (২২ অক্টোবর) সকাল ৯ টার দিকে  সিঙ্গাপুর গলির ভেতরে একটি আম গাছের সাথে  নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার উপ পরিদর্শক (এস আই) রবিনা আউয়াল সাংবাদিকদের বলেন, ‘সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গলায় ওড়না পেঁচানো একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় ওই নারীকে পাই। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলে মর্গে পাঠানো হয়।

‘তিনি আরও জানান, প্রাথমিকভাবে আমরা ওই নারীর নাম পরিচয় জানতে পারিনি। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও তিনি জানান।

বিএনএ, নিউজ/জিএন

Loading


শিরোনাম বিএনএ