গাজা উপত্যকা (ফিলিস্তিন): হামলা জোরদার করার ঘোষণা দেয়ার পর গাজা উপত্যকায় শনিবার রাতে(২১ অক্টোবর) ও রোববার সকালে ইসরাইলি বাহিনীর ব্যাপক বিমান হামলায় কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছে।
গাজার নিয়ন্ত্রণকারী হামাস সরকারের স্বাস্থ্য মন্ত্রাণালয় ২২ অক্টোবর ২০২৩ জানায়, শনিবার রাত ও রোববার সকালে গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর হামলায় ‘৫৫ জনেরও বেশি শহীদ হয়েছে।’ কয়েক ঘণ্টার মধ্যে ৩০টিরও বেশি ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়া হয়েছে।
গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের ব্যাপক হামলার জবাবে ইসরায়েল গাজায় এ হামলা অব্যাহত রেখেছে।
এদিকে আরব নিউজ রোববার(২২ অক্টোবর ২০২৩) জানায়, গাজায় এ পর্যন্ত ৪হাজার ৩শর বেশি মানুষ নিহত হয়েছে।১২হাজার ৮৪৫টি বাড়ি সম্পূর্ণ রুপে ধ্বংস, ৯হাজার ৫৫টি ব্যাপক ক্ষতিগ্রস্ত এবং ১লাখ ২১ হাজার বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিএনএনিউজ২৪,জিএন