22 C
আবহাওয়া
১:৪৬ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর: ভূমিমন্ত্রী

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর: ভূমিমন্ত্রী

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমরা বদ্ধপরিকর: ভূমিমন্ত্রী

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম) : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টি করেছিলেন। দূর্ভাগ্য ১৯৭৫সালে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রেপরিণত করে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ সংগ্রাম, ত্যাগের মধ্য দিয়ে ১৯৯৬ সালে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র তৈরি করেন।আজ বাংলাদেশ সাম্প্রদায়িক চেতনার বাইরে এসে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসবে বিকাশ করছে।

শনিবার (২১ অক্টোবর) রাতে আনোয়ারা উপজেলার কচিকাঁচা গোষ্ঠীর সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। স্বাধীনতা যুদ্ধে মুসলিম, হিন্দু, বৌদ্ধ সকলে অংশগ্রহণ করেছেন। এদেশ আমাদের সকলের। আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন  আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন,আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দ, সহসভাপতি মামুনুর রশীদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অনুপম চক্রবর্তী বাবু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিউটন সরকার প্রমুখ।

বিএনএ/ এনামুল হক নাবিদ,  রেহানা,ওজি

Loading


শিরোনাম বিএনএ