16 C
আবহাওয়া
৯:২৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » পাবনায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

পাবনায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা


বিএনএ, পাবনা : পূর্ব বিরোধের জেরে পাবনা শহরে মোস্তাফিজুর রহমান সিয়াম (১৮) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২১ অক্টোবর) রাত দশটার দিকে পাবনা পৌর শহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম পাবনা পৌর সদরের পৈলানপুর পাওয়ার হাউজপাড়া মহল্লার ইব্রাহিম আলীর ছেলে। সে আর এম একাডেমীর দশম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সিয়ামের সঙ্গে সন্ধ্যায় তার বন্ধু সৈকত, আরিফ সহ আরো কয়েকজনের পূর্ব বিরোধ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে শান্তিনগর এলাকায় সিয়ামকে একা পেয়ে কুপিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে নিহতের স্বজনদের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছে। সেই সাথে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। রোববার নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হবে।

বিএনএনিউজ/ এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ