22 C
আবহাওয়া
২:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » আটক সাত জঙ্গি ও তিন কেএনএফ সদস্যকে জেল হাজতে প্রেরণ

আটক সাত জঙ্গি ও তিন কেএনএফ সদস্যকে জেল হাজতে প্রেরণ


বিএনএ,রাঙামাটি: যৌথ বাহিনীর অভিযানে আটক করা সাত জঙ্গি ও তিন কেএনএফ (কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট) সদস্যকে রাঙামাটি জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের জেল হাজতে পাঠানোর আদেশ দেয়।

এ বিষয়ে আদালতের পুলিশ সহকারী উপ-পরিদর্শক আসাদুজ্জামান জানান, সাত জঙ্গি ও তিন কুকি-চিনের সদস্যকে রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। তাদের কোন রিমান্ড চাওয়া হয়নি।

জেল হাজতে প্রেরণ করা আসামীরা হলেন- জঙ্গি সংগঠনের সদস্য সৈয়দ মারুফ আহমদ মানিক (৩১), ইমরান হোসাইন শাওন (৩১), কাওসার (৪৬), জাহাঙ্গীর আহম্মেদ (২৭), মো. ইব্রাহিম (১৯), আবু বক্কর সিদ্দীক বাপ্পী(২৩), পলক মিয়া (২৬) এবং কেএনএফ’র সদস্য জৌখান স্যাং বম (১৯), স্টিফেন বম (১৯), মাল সম বম (২০)।

অভিযানে তাদের কাছ থেকে প্রশিক্ষণ ক্যাম্প থেকে ৯টি বন্দুক, বন্দুকের ৫০ রাউন্ড গুলি, কার্তুজ কেইস ৬২টি, হাত বোমা ৬টি, কার্তুজ কেইস ১টি, কার্তুজ বেল্ট ২টি, দেশীয় পিস্তল ১টি, ওয়াকিটকি সেট ১টি, চার্জার ৩টি, কুকিচিং লিখা ১০ টি মানচিত্র এবং অস্ত্র গোলা বারুদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সূত্রে জানা যায়, এর আগে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান ও রাঙামাটি জেলার সীমান্তবর্তী মিয়ানমার সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে র‌্যাবের অভিযানে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’ ও কেএনএফ সদস্যদের আটকের পর শুক্রবার (২১ অক্টোবর) সকালে বান্দরবানে সদরে নিয়ে আসা হয়। পরবর্তীতে বিকেলে তাদেরকে র‌্যাব ও পুলিশের পাহারায় রাঙামাটিতে আনা হয়। সন্ধ্যায় সাড়ে সাতটার সময় তাদেরকে আদালতে তোলা হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের আদেশ দেয়। অফিস খুললে তাদের আদালতে হাজির করে রিমান্ডের জন্য আবেদন করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য যে, রুমা, বান্দরবান সদর, বিলাইছড়ি, জুরাছড়ি সেনা জোন ও র‌্যাব ৭ ও র‌্যাব ১৫ এর দুই হাজার অধিক সদস্য অভিযানে অংশ নেয়। এ অভিযানে আটক করা হয় ১০ জনকে।

বিএনএ/ মোহাম্মদ কাইমুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ