বিএনএ, খুলনা: খুলনায় বিএনপির গণসমাবেশের স্থলে রাতেই জড়ো হতে শুরু করেছেন হাজারো নেতাকর্মী। নগরীর ডাকবাংলো মোড় থেকে ফেরীঘাট পর্যন্ত শুয়ে, বসে, দাঁড়িয়ে বা মিছিল কাটিয়ে দেবেন তারা।
শনিবার দুপুর দুইটায় ওই স্থানেই বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাত ১১টার দিকে তিনি খুলনার সোনালী ব্যাংক চত্বরে এসে হাজির হন।
এর আগে রাত ১০ টার দিকে সমাবেশ স্থলে হাজির হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের হাতে বাঁশের লাঠিতে জাতীয় পতাকা রয়েছে।
জ্বালালি তেল, চাল, ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিভিন্ন স্থানে বিএনপি কর্মী নিহত হওয়ার প্রতিবাদে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি ও দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা-মামলার প্রতিবাদে এ বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি।
খুলনা মহানগর বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন বলেন, ‘রাতে দলে দলে নেতাকর্মীরা এসে সমাবেশস্থলে থাকবেন। ইতোমধ্যে আমাদের মহাসচিব এখানে এসেছেন। অনেক নেতাকর্মীও দলে দলে হাজির হচ্ছেন। তারা রাতভর এখানে থাকবেন। তাদের বসার জন্য তাঁবু বিছানো হয়েছে।
বিএনএ/ ওজি