18 C
আবহাওয়া
১১:৫৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » সুপার টুয়েলভে নামিবিয়া

সুপার টুয়েলভে নামিবিয়া

সুপার টুয়েলভে নামিবিয়া

বিএনএ,স্পোর্টসডেস্ক : জিতলেই সুপার টুয়েলভ। এমন সমীকরণে মাঠে নামে আয়ারল্যান্ড-নামিবিয়া। বোলিং নৈপূন্যে আয়ারল্যান্ডকে কম রানে আটকে ফেলে নামিবিয়া। বোলিং নৈপূন্যে পরে ব্যাটিং নৈপূন্যে সহজে তুলনামূলক শক্তিশালী আইরিশদেরকে হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করল নামিবিয়ানরা। আইসিসির টুর্নামেন্টে দেশটির ক্রিকেট ইতিহাসে এটিই সেরা সাফল্য।

শুক্রবার (২২ অক্টোবর) শারজা ক্রিকেট স্টেড়িয়ামে টস জিতে ব্যাট করতে নামা আয়ারল্যান্ডকে ১২৫ রানে আটকে দেন নামিবিয়া। জবাবে ২ উইকেট হারিয়ে ৯ বল বাকী থাকতে ৮ উইকেটে জয়লাভ করে তারা।

১২৬ রানের সহজ টার্গেটে খেলতে নেমে ৫ ওভার ১ বলের মাথায় ক্রেগ উইলিয়ামস শিকার হয় কার্টিস ক্যাম্ফারের। আউট হবার আগে ১৬ বলে ৩ চারে ১৫ রান করেন এই ওপেনার। দলীয় রান তখন ২৫।

এরপর ব্যাট করতে নামে গেরহার্ড ইরাসমাস। ইরাসমাস দ্বিতীয় উইকেটে জেন গ্রীণকে নিয়ে ৪৮ রানের জুটি করলে এই জুটিও ভাঙ্গে কার্টিস ক্যাম্ফার। গ্রীণের বিদায়ের পরে দ্রুত রান বাড়ানোর জন্যে ব্যাট করতে নামে আগের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের নায়ক ডেভিড ওয়াইজ। ব্যাট করতে নেমে ১৩ বলে দুই ছক্কায় দ্রুত ২৪ রান তুলেন তিনি।

ম্যাচের ১৯ তম ওভারে বল করতে আসা ইয়ংয়ের প্রথম বলে ৪ মেরে নিজের ফিফটি তুলে নেন অধিনায়ক গেরহার্ড ইরাসমাস। ওই ওভারে তৃতীয় বলে এক্সট্রা কাভার দিয়ে চার মেরে জয় নিশ্চিত করে অলরাউন্ডার ওয়াইজ।

এর আগে উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা করেন পল স্টারলিং আর কেভিন ও’ব্রায়েন। দুই জনে ৪৪ বলে ৬২ রানের জুঁটি করেন।

৪৪ বলে ৬২ রানের এই জুটিটি শেষ পর্যন্ত ভাঙ্গেন বার্নার্ড স্কলজ। ২৪ বলে ৩৮ রানে লংঅনে ক্যাচ হন স্টারলিং।

সঙ্গী হারিয়ে ও’ব্রায়েনও বেশিক্ষণ টিকতে পারেননি, ২৪ বলে ২৫ করে জ্যান ফ্রাইলিংকের বলে ধরা পড়েন ডিপ স্কয়ার লেগে।

এরপর গ্যারেথ ডেলানি ১৮ বলে মাত্র ৯ রান করে সাজঘরের পথ ধরেন। ২৮ বলে ২১ রানে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন অধিনায়ক অ্যান্ডি বালবির্নি।

এরপর নামিবিয়ার বোলিং তোপে ২০ রান তুলতে ৪ উইকেট হারায় তারা। প্রথম তিন ব্যাটসম্যানের পর আয়ারল্যান্ডের কেউ দশের অংকও ছুঁতে পারেননি।

নামিবিয়ার বোলাররা শেষ ১০ ওভারে খরচ করেন মাত্র ৫৪ রান। ফলে দারুণ শুরুর পরও আইরিশদের থামতে হয়েছে ১২৫ রানে।

জ্যান ফ্রাইলিংক ২১ রান দিয়ে নেন ৩টি। ডেভিড ওয়াইজ ২২ রানে নেন ২টি উইকেট।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ