21 C
আবহাওয়া
৮:০৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সিরীয় সেনাদের ওপর প্রয়োজনে ভারী অস্ত্র ব্যবহার : এরদোগান

সিরীয় সেনাদের ওপর প্রয়োজনে ভারী অস্ত্র ব্যবহার : এরদোগান

এরদোগান

বিএনএ, বিশ্বডেস্ক : সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে দেশটির সরকারি বাহিনীর ওপর ভারী অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

তিনি বলেন, “আমাদের অঞ্চলের স্পর্শকাতর বিভিন্ন স্থানে অভিযান চলছে। সে অভিযান শেষ না করে আমরা ফিরে আসবো না। সিরিয়ায় আমরা আমাদের প্রক্রিয়া শেষ করব। ইদলিবে যা করা প্রয়োজন আমরা তাই করব, প্রয়োজন হলে আমরা সিরিয়ার সেনাদের ওপর ভারী অস্ত্র ব্যবহার করব।”

ইদলিব প্রদেশের তুরস্ক নতুন করে সামরিক বহর পাঠিয়েছে বলে সিরিয়ার গণমাধ্যম খবর দিয়েছে।

এরপর এরদোগান এই হুমকি দিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ